ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

কুমিল্লার খাদি কাপড়ের কদর এখন বিশ্বজুড়ে [ভিডিও]

প্রকাশিত : ১০:৪২ পিএম, ১৫ জুন ২০১৮ শুক্রবার

কুমিল্লার খাদি কাপড়ের কদর বিশ্বজুড়ে। একসময়ের তাঁতে বোনা খাদি কাপড় এখন তৈরি হচ্ছে মেশিনে।

হাতের বোনা তাঁতের কারিগর কমায় আর বিশ্বায়নের সাথে তাল মেলাতে প্রযুক্তিগতভাবে এগিয়েছে খাদি। মান বজায় থাকায় বেড়েছে চাহিদাও।

একসময় দেশের সংগ্রামী ও দরিদ্র মানুষের পোশাক হিসেবে খাদির পরিচিতি থাকলেও বর্তমানে এটি যেমন অভিজাত তেমনি জনপ্রিয়।

খাদে বা গর্তে বসে তৈরি, তাই এর নাম দেয়া হয় ‘খাদি’। ১৯২১ সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে স্বদেশী আন্দোলনের সময় কুমিল্লায় খাদি শিল্প প্রতিষ্ঠা লাভ করে।

বিদেশি পণ্য বর্জনে তখন শ্লোগান ছিল- ‘মোটা কাপড়-মোটা ভাত’। সেই মোটা কাপড় এখন মিহি। লেগেছে নান্দনিকতার ছোঁয়া।

চড়কার সুঁতোয় তৈরী খাদি কাপড় টিকেছিল প্রায় দেড়শ’ বছর। কালের বিবর্তনে এখন তা তৈরী হচ্ছে মেশিনে। তাঁতের খাদির মতো মেশিনে তৈরী খাদিও পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা।

তবে কাঁচামাল ও কারিগরের অভাব রয়েছে এ শিল্পে। একইসাথে নামী দামী ব্রান্ডের পণ্য হিসেবে এর মূল্য বাড়লেও, প্রকৃত মূল্য থেকে বঞ্চিত মূল কারিগররা। 

বহু বছর ধরে কারিগরদের অক্লান্ত পরিশ্রমের ফলে খাদির শৈল্পিকতার সুনাম অর্জিত হয়েছে। তাই এই শিল্পের সঠিক পৃষ্ঠপোষকতার দাবি সংশ্লিষ্টদের।