ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

কুড়িগ্রামে ঘুরে বেড়াচ্ছে ভারতীয় বুনো হাতি

প্রকাশিত : ০৪:০৯ পিএম, ১ জুলাই ২০১৬ শুক্রবার | আপডেট: ০৪:০৯ পিএম, ১ জুলাই ২০১৬ শুক্রবার

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের দুর্গম চরাঞ্চলে ঘুরে বেড়াচ্ছে ভারতীয় একটি বুনো হাতি। স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার ভোররাতে হাতিটি বানের পানির স্রোতে ভেসে এসে উলিপুর উপজেলার বাগুয়ারচরে আশ্রয় নেয়। পরে অবস্থান পরিবর্তন করে রৌমারীর চর ও সবশেষ চিলমারী উপজেলার খেরুয়ার চরে অবস্থান নেয়। চরাঞ্চলে পর্যাপ্ত খাবার না পাওয়ায় এবং কাদামাটিতে চলাফেরা করতে করতে দুর্বল হয়ে পড়ছে হাতিটি। এদিকে ভারত সরকারের অনুরোধে হাতিটি উদ্ধারে কাজ করছে ঢাকা সাফারিপার্ক এবং বন্য প্রাণি সংরক্ষণ রাজশাহী’র প্রতিনিধি দল। তবে হাতিটি দুর্গম চরাঞ্চলে প্রতিদিন অবস্থান পরিবর্তন করায় বিপাকে পড়েছেন উদ্ধারকারী দল।