ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

খোয়াই নদীর পানি বিপদসীমার ২৬০ সেন্টিমিটার ওপরে

প্রকাশিত : ১১:৩২ এএম, ১৬ জুন ২০১৮ শনিবার | আপডেট: ০২:৫৬ পিএম, ১৬ জুন ২০১৮ শনিবার

ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে হবিগঞ্জ শহর ঘেঁষে বয়ে যাওয়া খোয়াই নদীর পানি বিপদসীমার ২৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে  হুমকির মুখে পড়েছে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ। এছাড়া কিছু কিছু এলাকায় বাঁধ উপচে পানি রাস্তার ওপরে উঠে গেছে। এতে ঝুঁকির মধ্যে রয়েছে হবিগঞ্জ শহরসহ আশপাশের গ্রামগুলো।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে নদীর পানি বিপদসীমার ২৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

তাওহিদুল ইসলাম বলেন, জরুরি দুর্যোগ অবস্থায় প্রশাসন ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য পানি উন্নয়ন বোর্ড অতিরিক্ত বালির বস্তা মজুত রেখেছে। যেন বাঁধের কোনও স্থানে লিকেজ দেখা দিলে তাৎক্ষণিকভাবে মেরামতের ব্যবস্থা করা যায়।

তিনি বলেন, ত্রিপুরায় বৃষ্টি কমে গেলে খোয়াই নদীর পানি কমে যাবে। আশা করছি দ্রুতই পরিস্থিতির উন্নতি ঘটবে।

একে//