ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

রাজধানীর রাস্তাঘাটে ভিক্ষুকদের উপদ্রব থেকেই যাচ্ছে

প্রকাশিত : ০৯:৫১ এএম, ২ জুলাই ২০১৬ শনিবার | আপডেট: ০৯:৫১ এএম, ২ জুলাই ২০১৬ শনিবার

দেশে ভিক্ষুক পুনর্বাসন নিয়ে বহুমুখী উদ্যোগ নেয়া হলেও বন্ধ হচ্ছে না ভিক্ষাবৃত্তি। নানামুখী বাস্তবতায় রাজধানীর রাস্তাঘাটে ভিক্ষুকদের উপদ্রব থেকেই যাচ্ছে। সমাজসেবা অধিদপ্তর বলছে, নগরীর বেশকিছু এলাকায় ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করেছে সরকার। আর স্থায়ীভাবে ভিক্ষাবৃত্তি বন্ধে জোরদার করা হয়েছে পুনর্বাসন কার্যক্রমও। গেলো ২ জানুয়ারী জাতীয় সমাজসেবা দিবস ও সমাজসেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিক্ষাবৃত্তি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ভিক্ষুকদের পুনর্বাসনের ঘোষণা দেন। এ নির্দেশনার প্রায় ৭ মাস পেরিয়ে গেলেও রাজধানীকে ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে নেয়া কর্মসূচি পায়নি আলোর মুখ। ঈদ সামনে রেখে শহরের প্রধান সড়ক- এমনকি অলি-গলিতে ভিক্ষুকদের দৌরাত্ম চরমে উঠেছে। তবে কেবলই পেটের টানে ভিক্ষা করছেন এমন অনেকেই চেয়েছেন স্থায়ী পুনর্বাসন। কার্ড: ভিক্ষুকদের পুনর্বাসনের বিষয়ে সমাজসেবা অধিদফতর সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে কর্মসূচি খাতে ৬ কোটি ৩২ লাখ টাকা, ২০১১-১২ অর্থবছরে ৭ কোটি টাকা এবং ২০১২-১৩ অর্থবছরে ১০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়। তবে মোটা অঙ্কের বরাদ্দ দেয়া হলেও কর্মসূচির আওতায় খরচ হয়েছে এক কোটি টাকারও কম। ফলে কমেছে বরাদ্দের পরিমাণও। ২০১৪-১৫ অর্থবছরে ৫০ লাখ এবং ২০১৫-১৬ অর্থবছরে ৫০ লাখ টাকা বরাদ্দ ছিলো এদের পুনর্বাসনে। তবে এই এক কোটি টাকা থেকে এক টাকাও ছাড় হয়নি। এ বিষয়ে সমাজসেবা অধিদফতরের এই কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার পর ভিক্ষুকদের পুনর্বাসনের কার্যক্রম আরো জোরদার করেছেন তারা। এদিকে, উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি পাওয়া বাংলাদেশের সুনাম যাতে নষ্ট না হয় তাই বিদেশীদের যাতায়াতের এলাকাগুলোতে - শুধু কার্ড ভিক্ষুকদের চলাচল ও কর্মকান্ড নিষিদ্ধ করা হয়েছে।