সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল
প্রকাশিত : ১২:২৩ পিএম, ১৭ জুন ২০১৮ রবিবার
বিশ্বকাপে হেক্সা মিশনে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে হট ফেভারিট ব্রাজিল। রোস্তভ এরিনায় বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে এ ম্যাচ। গত আসরে নিজ দেশে ব্যার্থ হলেও এবার শিরোপা জয়ে আশাবাদী সেলেসাওরা। আর ব্রাজিলকে রুখে দিয়ে চমক দেখানোর প্রত্যাশা সুইসদের।
২০১৪ সালে নিজ দেশে জার্মানির বিপক্ষে সেমিফাইনালে ৭-১ এক গোলে বিধ্বস্ত হওয়ার দু:সহ স্মৃতি এখনও তাড়িয়ে বেড়ায় ব্রাজিল কে। সেই দু:খ গাঁথা ভুলে এবার নতুন মিশনে পাঁচবারের সাবেক চ্যাম্পিয়নরা। ইনজুরি কাটিয়ে ফর্মে ফেরার আভাস দলের বিশ্বসেরা ফরোয়ার্ড নেইমার। কোচ তিতের অধীনে বাছাই পর্ব ও প্রস্তুুতি ম্যাচগুলোতে দূর্দান্ত খেলেছে ব্রাজিল। এ ম্যাচের পরিস্কার ফেভারিট জয়ের বিকল্প কিছুুই ভাবছে না ।
এদিকে, এর আগে ১০ বার বিশ্বকাপের মূল পর্বে অংশ নিয়ে তিন বার কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। ভøাদিমির পেটকোভিচের অধীনে দূর্দান্ত ফুটবল খেলছে সুইসরা। দলের অধিকাংশ খেলোয়াড় খেলছেন ইউইরোপিয়ান বড় দলগুলোতে। বিশেষ করে এসি মিলানের রিকার্ডো রদ্রিগুয়েজ এবং স্টোক সিটির জেরদান শাকিরিদের নিয়ে স্বপ্নের জাল বুনছে সুইজারল্যান্ড।
আন্তর্জাতিক ফুটবলে দুই দল এর আগে ৮ বার মুখোমুখি হয়েছে। এতে ব্রাজিলের তিন জয়ের বিপরীতে সুইসরা জিতেছে ২টি ম্যাচ। অন্য তিনটি ম্যাচ ড্র হয়েছে।