ফ্রান্স-অস্ট্রেলিয়া ম্যাচে ফাটল বল
প্রকাশিত : ০১:৩৩ পিএম, ১৭ জুন ২০১৮ রবিবার | আপডেট: ০১:৩৬ পিএম, ১৭ জুন ২০১৮ রবিবার
শনিবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হয়েছিলো ফ্রান্স-অস্ট্রেলিয়া ম্যাচ। ম্যাচের ২৯ মিনিটে হুট করেই ফাটল বিশ্বকাপের অফিশিয়াল বল অ্যাডিডাস টেলস্টার ১৮। ঠিক তার ৫ মিনিট পর ওউসমানে ডেমবেলে আবিষ্কার করলেন, তার হাতের বলটাও ফাটা!
ম্যাচের ২৯তম মিনিটে সতীর্থ লুকাস হার্নান্দেজকে পাস দিয়েছিলেন গ্রিজমান। অস্ট্রেলিয়ার ডিফেন্ডার ট্রেন্ট সেইনসবুরি তাকে বাধা দিতে এলে বিপত্তিটা ঘটে। সেইনসবুরির পায়ের চাপে বল ফেটে যায়। মুহূর্তের জন্য থেমে যায় খেলা। বলটা পাল্টে নিয়ে তা অস্ট্রেলিয়ার গোলরক্ষকের কাছে পাঠিয়ে দারুণ ক্রীড়াসুলভ মনোভাব দেখান গ্রিজমান। কিন্তু নাটকের তখনো বাকি ছিল। ঠিক তার ৫ মিনিট পর কর্নার পায় ফ্রান্স। কর্নার কিক নিতে গেলেন ওউসমানে ডেমবেলে। তাকে যে বলটা দেওয়া হলো, সেটা হাতে নেওয়ার পর ডেমবেলে আবিষ্কার করলেন, ওই বলও ফাটা!
আসলে ব্যাপারটা কী? সম্ভবত প্রথমবার যে বলটা ফেটেছিল, সেটাই ঘুরে-ফিরে চলে এসেছে ডেমবেলের হাতে।
একে//