ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

পাঁচ ধরনের মেডিক্যাল টেস্ট আবশ্যক পুরুষদের

প্রকাশিত : ০৩:৪১ পিএম, ১৭ জুন ২০১৮ রবিবার | আপডেট: ০৩:৪২ পিএম, ১৭ জুন ২০১৮ রবিবার

সুস্থ থাকলেও অনেক ক্ষেত্রে মাঝে মাঝে মেডিক্যাল চেকআপের দরকার রয়েছে। বিশেষ করে পুরুষদের কিছু স্বাস্থ্যপরীক্ষার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। আপনার বাবা, ভাই কিংবা পরিবারের যে কোনো পুরুষকে ছয় মাস বা বছরখানেক পর পর কয়েকটি পরীক্ষা করিয়ে নেওয়া উচিত।

হার্ট অ্যাটাকের ঝুঁকি

প্রত্যেক পুরুষকেই তার হার্ট অ্যাটাকের ঝুঁকি পরীক্ষা করিয়ে নিতে হবে। রক্তচাপ পরীক্ষা করাতে হবে। ঝুঁকি বুঝতে ইলেক্ট্রোকার্ডিওগ্রাম এবং লিপিড প্রোফাইল চেক করে নিন।

চোখের পরীক্ষা

করিয়ে নিন চোখের পরীক্ষা। দৃষ্টিশক্তিতে কোনো সমস্যা আছে কি-না জানা যাবে।

শ্রবণজনিত চেকআপ

এ ধরণের কোনো সমস্যা রয়েছে কি-না তাও দেখা দরকার। এর জন্যে অডিওগ্রাম করতে হবে। বোঝা যাবে কোনো ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে কি-না।

ক্যান্সারের ঝুঁকি

এর জন্যে ফ্লেক্সিবল সিগমোইডোস্কপি করিয়ে নিতে হবে। আরো করতে হবে ফিকাল অকাল্ট ব্লাড টেস্ট (এফওবিটি), কোলনোস্কপি আর মোল স্ক্রিনিং। যারা ধূমপায়ী তাদের জন্যে দরকার লো-ডোজ কম্পিউটেড টমোগ্রাফি। এ ছাড়া প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন এবং ডিজিটাল রেক্টাল করতে হবে।

 

 

ডায়াবেটিস পরীক্ষা

রোগ যেভাবে ছড়িয়েছে তাতে করে রক্তে গ্লুকোজের পরীক্ষাটা সবারই করা উচিত।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

একে//