৩৫ মিনিটের মধ্যেই আর্টিজান ক্যাফে কমান্ডো বাহিনীর দখলে
প্রকাশিত : ০৩:০১ পিএম, ২ জুলাই ২০১৬ শনিবার | আপডেট: ০৩:০১ পিএম, ২ জুলাই ২০১৬ শনিবার
সকালে অভিযান শুরু হবার ৩৫ মিনিটের মধ্যেই গুলশানের আলোচিত ক্যাফে হলি আর্টিজানের দখল নেয় সম্মিলিত কমান্ডো বাহিনী। এর আগে জিম্মি উদ্ধারে জঙ্গীদের সঙ্গে চলে আলোচনার চেষ্টা। এ সময় ঘটনাস্থলে ছিলেন সেনাপ্রধান, নৌপ্রধানসহ বিভিন্ন বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা।
ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে যখন ভোরের দিকে এগোচ্ছিল তখন উদ্বেগ আর উৎকণ্ঠাও দোলা দিচ্ছিল সবার মনে। বাইরে থেকে খুব একটা বোঝার উপায় ছিল না আর্টিজান রেস্টুরেন্টের ভেতরের অবস্থা। বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের মধ্যকার আলোচনার একটাই বিষয় ছিল, যাতে জিম্মিদের জীবিত উদ্ধার করা যায়।
এক পর্যায়ে ঘটনাস্থলে আসতে থাকেন জিম্মিদের স্বজনরা। আটকে পড়া কারও কারও সঙ্গে অল্প-স্বল্প যোগাযোগের কথাও জানান তারা।
এভাবেই রাত গড়াতে গড়াতে ভোরের দিকে শুরু হয় জিম্মি সংকট অবসানের চূড়ান্ত প্রস্তুতি। সর্বশেষ সকাল সাড়ে সাতটার দিকে শুরু হয় সম্মিলিত অভিযান। এর আগে পরে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।