ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

৬২৯ শরণার্থীকে নিয়ে স্পেনে ঢুকল তিন জাহাজ

প্রকাশিত : ০৮:৫৪ পিএম, ১৭ জুন ২০১৮ রবিবার

ভূমধ্যসাগর উপকূলে এক সপ্তাহ অপেক্ষায় থাকার পর ৬২৯ অভিবাসন প্রত্যাশীকে নিয়ে স্পেনে প্রবেশ করেছে তিনটি জাহাজ।

রোববার দেশটির ভ্যালেন্সিয়া বন্দরে অ্যাকুরিয়াসসহ শরণার্থীবাহী তিনটি জাহাজ নোঙর করে।

এরআগে গত সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট পেড্রো সানচেজ জাহাজ তিনটি প্রবেশের অনুমতি দেয়।

এক বিবৃতিতে তিনি বলেন, সেখানে থাকা ছয় শতাধিক শরণার্থীকে নিরাপদ আশ্রয় দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতালি ও মাল্টা সরকার ওই অভিবাসীদের গ্রহণ করতে অস্বীকৃতি জানানোর পর স্প্যানিশ সরকার তাদের জন্য দুয়ার খুলে দেয়।

উদ্ধার হওয়া ওই অভিবাসন প্রত্যাশীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়ারও ঘোষণা দিয়েছে দেশটি।

গেলো সপ্তাহে লিবিয়া উপকূল থেকে ৬২৯ অভিবাসীকে উদ্ধার করার পর তাদেরকে অ্যাকুরিয়াস নামের একটি জাহাজে তুলে দেয়া হয়।

তাদের গ্রহণ করতে অস্বীকৃতি জানায় ইতালি ও মাল্টা। জাহাজে ১১ জন খুবই ছোট শিশু ও ৭ জন গর্ভবতী নারী রয়েছেন।