প্রথমার্ধ ব্রাজিলের
প্রকাশিত : ০১:০১ এএম, ১৮ জুন ২০১৮ সোমবার
চলতি রাশিয়া বিশ্বকাপে নিজেদের সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ নিজেদের করেই শেষ করলো ব্রাজিল। ১-০ গোলে এগিয়ে থেকে নির্ধারিত ৪৫ মিনিট আর অতিরিক্ত ২ মিনিট পার করলো ব্রাজিল।
ইনজুরির কারণে পুরোপুরি ফিট না থাকলেও নেইমারকে নিয়ে নামা ব্রাজিল ম্যাচের মাত্র ১৯ মিনিটেই গোলের দেখা পায়। দলের তারকা খেলোয়াড় নেইমারের বানিয়ে দেওয়া বল থেকে মাত্র ১৯ মিনিটেই ব্রাজিলকে এগিয়ে নেন মিডফিল্ডার ফিলিপ কুটিনহো।
এর আগে অবশ্য ১১ মিনিটেই দলকে এগিয়ে নিতে পারতেন পলিনহো। পলিনহোর দুর্বল শট হাতের আঙ্গুলের ডগা দিয়ে ঢেলে মাঠের বাইরে পাঠিয়ে দেন সুইস গোলরক্ষক সমার।
তবে খেলায় সমতা আনতে পারতেন সুইজারল্যান্ডের মিডফিল্ডার জুবার। ৪০ তম মিনিটে জিমাইলির বাড়িয়ে দেওয়া বলে আরেকটু হিসেব করলে শট নিলে হয়তো গোল পোস্টের ডান পাশ ঘেষে বের হয়ে যেতো না।
রস্তোভ অ্যারেনা স্টেডিয়ামে ব্রাজিল বনাম সুইজারল্যান্ডের খেলার সর্বশেষ পরিণতি জানা যাবে খেলার দ্বিতীয় অংশের পর।