ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

পর্যটকদের বরণ করতে প্রস্তুত হচ্ছে কক্সবাজার

প্রকাশিত : ০১:৫৩ পিএম, ৩ জুলাই ২০১৬ রবিবার | আপডেট: ০১:৫৩ পিএম, ৩ জুলাই ২০১৬ রবিবার

পর্যটকদের বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে কক্সবাজার। অন্যান্য বছর ঈদে ৪ থেকে ৫দিন ছুটি থাকলেও এবার  ছুটি ৯ দিনের। এতে আগের চেয়ে বেশি দর্শনার্থী আশা করছেন পর্যটন ব্যবসার সাথে সংশ্লিষ্টরা। নতুন করে সাজানো হচ্ছে হেটেল-মোটেল-রেস্তোরাগুলো। আর কদিন বাদেই ঈদুল ফিতর। পর্যটনের শহর কক্সবাজার সাজছে নতুন সাজে। হোটেল-মোটেলে পরিবর্তন করা হচ্ছে আসবাবপত্র। চলছে ধোয়ামোছা আর নতুন রঙে রাঙ্গানোর প্রতিযোগিতা। বিভিন্ন হোটেল মোটেলে চলছে আগাম বুকিং। নতুন নতুন পন্যের পশরা সাজাচ্ছে সৈকতের ভাসমান ব্যবসায়ীরাও। পর্যটকদের নিরাপত্তায় সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে জানালেন পুলিশ কর্মকর্তা। জেলা সদরের বাইরের পর্যটন স্পট রামু, মহেশখালী, হিমছড়ি, ইনানী, দরিয়ানগর, বঙ্গবন্ধু সাফারি পার্কসহ বিভিন্ন পর্যটন ¯পটগুলো সাজছে নতুন সাজে।