ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

প্রকাশিত : ১১:৫৩ এএম, ১৮ জুন ২০১৮ সোমবার

ঠাকুরগাঁওয়ে বিআরটিসি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকাল ৭টায় ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের ২৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আব্দুর রহিম বাসের হেলপার ছিলেন বলে জানা গেছে। তিনি বগুড়া জেলার সুত্রাপুরের বাসিন্দা। 

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে পঞ্চগড় থেকে ছেড়ে আসা যাত্রী ভর্তি একটি বিআরটিসি বাস ঠাকুরগাঁও মহাসড়কের ২৯ মাইল নামক স্থানে পৌঁছালে অপরদিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ৩১ জন আহত হন। এ সময় গাড়ির নিচে চাপা প‌ড়া বা‌সের হেলপা‌র রহিমের ডান পা কে‌টে তাকে উদ্ধার ক‌রে ফায়ার সা‌র্ভি‌সের কর্মীরা। পরে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রহিম। এছাড়া আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

একে//