ত্যাকাণ্ড বন্ধ করতে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: খালেদা জিয়া
প্রকাশিত : ০৯:৪৯ এএম, ৪ জুলাই ২০১৬ সোমবার | আপডেট: ০৯:৪৯ এএম, ৪ জুলাই ২০১৬ সোমবার
হত্যাকাণ্ড বন্ধ করতে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। একইসঙ্গে এই ঘটনায় উদ্বেগ জানিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি চেয়ারপার্সন।
শুক্রবার রাতে গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় সমবেদনা জানাতে বেগম খালেদা জিয়ার এই সংবাদ সম্মেলন। সন্ত্রাসী হামলায় নিহতদের রুহের মাগফেরাত ও পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। এই ঘটনাকে বিকারগ্রস্তদের কাজ বলেও উল্লেখ করেন খালেদা জিয়া।
সফল কমান্ডো অভিযান পরিচালনা করায় সেনাবাহিনীসহ আইনশৃংখলা বাহিনীকে ধন্যবাদ জানান বেগম জিয়া। তবে রাজনৈতিক বিভেদ এই ধরনের ঘটনাকে আরো উস্কে দিতে পারে বলেও আশংকা প্রকাশ করেন তিনি।
সন্ত্রাসবাদ এখন রাষ্ট্রের গন্ডি পেরিয়ে সারাবিশ্বেই রক্ত ঝরাচ্ছে। তাই এই সংকট সম্মিলিতভাবে মোকাবেলার আহ্বান জানান বিএনপি চেয়ারপার্সন।
একইসঙ্গে নিরাপত্তা ব্যবস্থায় কোন ক্রুটি রয়েছে কী-না, তাও খতিয়ে দেখার আহ্বান বেগম খালেদা জিয়া।