ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

গোড়ালিতে চোট

কোস্টারিকার বিপক্ষে নেইমার খেলবেন তো?

প্রকাশিত : ০৩:০৩ পিএম, ১৯ জুন ২০১৮ মঙ্গলবার

রোববার সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলেছিলো ব্রাজিল। ম্যাচ শেষে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন নেইমার। পরে পরীক্ষায় জানা গেছে, চোটটা ছিল গোড়ালিতে। অবশ্য চোটটা তেমন গুরুতর কিছু নয়। কিন্তু এই চোটেও আগামী শুক্রবার কোস্টারিকার বিপক্ষে খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

জানা গেছে, গতকাল সোমবার ব্রাজিলের দলের সঙ্গে অনুশীলন করেননি নেইমরা। প্রশ্নটা তাই উঠেই গেল, কোস্টারিকার বিপক্ষে নেইমার খেলবেন তো?

তবে ব্রাজিল দলের চিকিৎসক এবং নেইমার নিজে এ নিয়ে কোনো কিছু সংবাদমাধ্যমকে জানাননি।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, আঘাতটা তেমন মারাত্মক কিছু না। তবে নেইমারকে নিয়ে দুশ্চিন্তায় আছে ব্রাজিল দলের কোচিং স্টাফ। কারণ সুইজারল্যান্ডের মতো অন্যান্য দলও নেইমারের ওপর চড়াও হবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে ১০ বার ফাউলের শিকার হন নেইমার। বিশ্বকাপে গত ২০ বছরে এক ম্যাচে সবচেয়ে বেশি ফাউলের শিকার হওয়া খেলোয়াড় তিনি।

কোস্টারিকার বিপক্ষে গোড়ালিতে চোট পাওয়া নেইমারকে তিতে খেলান কি-না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

একে//