জাপান-কলম্বিয়া সমানে সমান
প্রকাশিত : ০৭:০৭ পিএম, ১৯ জুন ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৭:০৯ পিএম, ১৯ জুন ২০১৮ মঙ্গলবার
সমানে সমান লড়াই করছে জাপান ও কলম্বিয়ার ফুটবলারলা। রাশিয়া বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের ম্যাচে কাউকেই ছাড় দিয়ে কথা বলছেন দু দলের তারকারা। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলার প্রথমার্ধে ১-১ গোলে সমতায় রয়েছে দুই দল।
রাশিয়ার সারানস্ক স্টেডিয়ামে এশিয়ার দেশ জাপানের মুখোমুখি হয় আমেরিকার দেশ কলম্বিয়া। খেলার শুরু থেকে কলম্বিয়ানদের উপর চেপে বসে জাপানিরা। ফলাফলও পেয়ে যায় হাতেনাতে। খেলার ১৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন শিনজি কাগাওয়া।
এরপর খেলার ৩৯ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান কলম্বিয়ার মিডফিল্ডার জোয়ান ফার্নান্দো কুইনটারো। এদিকে কলম্বিয়ার কার্লোস সানজেস খেলার মাত্র ১৭৬ সেকেন্ডে লাল কার্ড দেখে মাঠ থেকে বিদায় নেন। ১৯৮৬ সালের পর এটাই দ্রুততম সময়ে কোনে খেলোয়াড়ের বিদায় বলে জানা গেছে। এইচগ্রুপের অন্যদলগুলো হল- পোল্যান্ড ও সেনেগাল।
এমজে/