বরিশালে লঞ্চ-স্টিমারের সংঘর্ষে নিহত ৫
প্রকাশিত : ১২:৫৪ পিএম, ৪ জুলাই ২০১৬ সোমবার | আপডেট: ১২:৫৪ পিএম, ৪ জুলাই ২০১৬ সোমবার
বরিশালের কীর্তনখোলা নদীর চরবাড়ি এলাকায় ঢাকাগামী সুরভি-৭ লঞ্চের সঙ্গে বরিশালগামী পিএস মাসুদ স্টিমারের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন।
এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বরিশাল নৌবন্দর কর্মকর্তা জানান, দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট উদ্ধার তৎপরতা চালায়। এসময় স্টিমারের ষ্টাফ কেবিন থেকে ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে বৃষ্টির কারনে উদ্ধার কাজ কিছুটা দেরী হয়। তবে এরি মধ্যে উদ্ধার কাজ শেষ হয়েছে। উদ্ধারকারী জাহাজ দূর্বার দিয়ে দূর্ঘটনা কবলিত স্টিমার পিএস মাসুদকে বরিশাল স্টিমার ঘাটে নিয়ে আসা হয়। লঞ্চের প্রায় ২’শ যাত্রীকে বিকল্প লঞ্চ এমভি মধুমতিতে উঠিয়ে গন্তব্যে পাঠিয়ে দেয়া হয়।