ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

গাজীপুরে প্রচারে পাল্টাপাল্টি বক্তব্য দুই মেয়র প্রার্থীর (ভিডিও)

প্রকাশিত : ১০:৫৩ এএম, ২০ জুন ২০১৮ বুধবার | আপডেট: ১১:০৪ এএম, ২০ জুন ২০১৮ বুধবার

জোরেশোরেই চলছে গাজীপুর সিটির নির্বাচনী প্রচার। হাতে সময় বেশি নেই, তাই সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। আধুনিক নগর গড়ে তুলতে পারবেন কোন প্রার্থী? এ প্রশ্নের উত্তর খুঁজছেন নগরবাসী।

গত পাঁচ বছরের প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব কষেই ভবিষ্যতের নগর পিতা নির্বাচন করতে চান ভোটাররা। তবে উন্নয়ন না হওয়া নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য আছে দুই মেয়র প্রার্থীর।

গাজীপুরের কাশিমপুর এলাকার সড়কটি খানা খন্দে ভরা। সিটি কর্পেরেশনে উন্নীত হওয়ার পরও উন্নয়নের কোনো ছোঁয়াই লাগেনি।

গত নির্বাচনে প্রতিশ্র“তি মিললেও কাজের কাজ কিছুই হয়নি। ভোট গেলে আর খবর নেননি মেয়র-কাউন্সিলর।

এখন আর প্রতিশ্র“তি শুনতে চায় না ভোটাররা। 

রাস্তা ঘাট, পয়নিষ্কাশনের, যানজট থেকে মুক্তির পাশাপাশি মাদক সমস্যারও সমাধান চান নগরবাসী।

উন্নয়ন কেন হয়নি এ নিয়ে পাল্টা পাল্টি বক্তব্য আছে দুই মেয়র প্রার্থীর।

একটি সুন্দর নগরীর স্বপ্ন দেখেন গাজীপুর বাসী। সেই স্বপ্ন পূরণেই ২৬ জুন প্রতিনিধি নির্বাচন করবেন তারা।