ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

বিএনপির মনোনয়নপত্র নিলেন বুলবুল-আরিফ

প্রকাশিত : ১২:২৯ পিএম, ২০ জুন ২০১৮ বুধবার

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়রপদে বিএনপির মনোনয়নপত্র বিতরণ আজ শুরু হয়েছে। রাজশাহীতে বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও সিলেট সিটিতে মেয়র আরিফুল হক চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আজ বুধবার সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
প্রথমে সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর হাতে ফরম তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
পরে রিজভীর হাত থেকে রাজশাহীর বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে ফরম নেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার।
এছাড়া সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তাদের সমর্থকরা।
তবে বরিশাল সিটি এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ মনোনয়ন পত্র সংগ্রহ করেনি।
তিন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়রপদে বিএনপির দলীয় মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার টাকা। আগামীকাল বৃহস্পতিবার ২৫ হাজার টাকা জামানতসহ মনোনয়নপ্রত্যাশীদের ফরম জমা দিতে হবে।
এ বিষয়ে সিলেটে আরিফুল হক চৌধুরী বলেন, মানুষের রায় নিয়ে গত নির্বাচনে বিজয়ী হওয়ার পর ষড়যন্ত্রমূলক মামলায় দুই বছরের বেশি সময় কারাগারে ছিলাম। বাকি সময়ে প্রতিশ্রুত উন্নয়নকাজ শেষ করার চেষ্টা করেছি। পাশাপাশি দলীয় কাজেও সময় দিয়েছি। দল নিশ্চয়ই এসব বিবেচনা করে মনোনয়ন দেবে।
/ এআর /