ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ব্যাংকঋণে সুদের হার ৯ শতাংশ করার সিদ্ধান্ত

প্রকাশিত : ০২:৩১ পিএম, ২০ জুন ২০১৮ বুধবার | আপডেট: ০৪:৪৫ পিএম, ২০ জুন ২০১৮ বুধবার

ব্যাংকঋণের ক্ষেত্রে সুদের হার ৯ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি)।

একইসঙ্গে আমানতের সুদের হার সর্বোচ্চ ৬ শতাংশ করা হয়েছে। আগামী ১ জুলাই থেকে এটি কার্যকর হবে।
বেসরকারি খাতের দুটি ব্যাংক আগামী জুলাই থেকে বিনিয়োগ সুদের হার এক অংকে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়ার পর এ ঘোষণা দিল বিএবি। ব্যাংক দুটি হচ্ছে-ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও সোস্যাল ইসলামী ব্যাংক-এসআইবিএল।
বুধবার ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) তাদের নিজ কার্যালয়ে এক জরুরী বৈঠক ডাকে। ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে বৈঠকে বিভিন্ন ব্যাংক মালিকদের সাথে আলোচনা হয়।

পরে সর্বসম্মতিক্রমে পহেলা জুলাই থেকে ব্যাংক ঋণের সুদের হার ৯ শতাংশের বেশি না নেয়ার সিদ্ধান্তের কথা জানান বিএবি’র সভাপতি নজরুল ইসলাম মজুমদার। 

দেশের উন্নয়নের গতি বেগবান করতে বিনিয়োগে সুদের হার কমাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হল।

এ সময় বাড়তি সুদের আশায় আমানত এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে স্থানান্তর না করার বিষয়েও কঠোর হুশিয়ারির কথা জানিয়েছে নজরুল ইসলাম মজুমদার।
/ এআর /