ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

নির্বাচন নিয়ে বৈঠকে ২০ দলের নেতারা

প্রকাশিত : ০২:৪৫ পিএম, ২০ জুন ২০১৮ বুধবার

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনসহ চার সিটি নির্বাচনের কর্মপরিকল্পনা এবং বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে কর্মসূচি ঠিক করতে বৈঠকে বসেছেন ২০ দলীয় জোটের নেতারা।

আজ বুধবার বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত আছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আব্দুল হালিম, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামান হায়দার, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আব্দুল কাদের, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, জাগপা সভাপতি রেহেনা প্রধান, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, হামদাল মেহেদি, ডিএল সাইফুদ্দিন মনি, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, জমিয়তের মুফতি মহিউদ্দিন ইকরাম, ইসলামিক পার্টির আবু তাহের চৌধুরী, ইসলামিক ঐক্যজোটের এম এ রাকিব প্রমুখ।

প্রসঙ্গত, আগামী ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর পর ৩০ জুলাই অনুষ্ঠিত হবে রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন।

জানা গেছে, বৈঠকে মোটা দাগে চারটি বিষয় গুরুত্ব পাবে। সেগুলো হচ্ছে-গাজীপুরসহ চার সিটিতে জোটের নির্বাচনী কৌশল নির্ধারণ, খালেদা জিয়ার মুক্তি বিলম্বিত হওয়া এবং এর প্রতিক্রিয়ায় কর্মসূচি নির্ধারণ, খালেদা জিয়াকে ছাড়া ২০ দল নির্বাচনে যাবে কি যাবে না, নির্বাচনে গেলে আসন্ন বিন্যাস ও পূর্বপ্রস্তুতি।