টাইটানিকের পুনরাবৃত্তি থেকে রক্ষা পেল ‘অ্যানথেম অব দ্য সি’
প্রকাশিত : ০৪:৫৬ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৪:৫৬ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৬ মঙ্গলবার
টাইটানিকের মত ট্র্যাজিডির পুনরাবৃত্তি থেকে অল্পের জন্য রক্ষা পেল ‘অ্যানথেম অব দ্য সি’। বিশ্বের সবচেয়ে আধুনিক ও তৃতীয় বৃহত্তম এই প্রমোদ তরী ২০১৫ সাল থেকে চালু হওয়ার পর প্রথমবার মুখোমুখী হয়েছিল এক ভয়াবহ দুর্ঘটনার।
কয়েক হাজার যাত্রী নিয়ে যুক্তরাষ্ট্রের নিউজার্সি থেকে বাহামার পথে যাত্রা করে জাহাজটি। রোববার রাতে দক্ষিণ ক্যারোলিনার কাছে আটলান্টিক মহাসাগরে ঝড়ের কবলে পড়ে এটি। ঘণ্টায় দেড়শ’ কিলোমিটার বেগে বাতাস আর ৪০ ফুট উচু ঢেউয়ের মুখোমুখি হতে হয় জাহাজটিকে। বাতাসের তীব্রতায় জাহাজের ভিতরে আসবাবপত্র ভেঙ্গে চুরমার হয়ে যায়। আহত হয় ৬ জন। তবে শেষ পর্যন্ত রক্ষা পায় বৃহত্তম এ জাহাজটি। আবার নিউজার্সির পথেই ফিরে আসতে শুরু করেছে এটি নিউজার্সি।