ফরিদপুরে নতুন জাতের গম চাষে সফলতা (ভিডিও)
প্রকাশিত : ১০:৪০ এএম, ২১ জুন ২০১৮ বৃহস্পতিবার
ফরিদপুর জেলায় এ’বছর ব্লাস্ট রোগ-সহনশীল নতুন জাতের গম চাষে সফলতা পেয়েছেন কৃষকেরা। উন্নত জাতের এ গমেরও ফলন হয়েছে ভালো। তবে উৎপাদন খরচ বেশি হওয়ায় সরকারের কাছে ন্যায্য দামের আশা করছেন কৃষকেরা।
ব্লাস্ট রোগের কারনে ফরিদপুরে গত বছর গমের বেশ ক্ষতি হওয়ায় এবার আবাদ কমিয়ে দেন কৃষকেরা। আবাদ হয় ২৭ হাজার ৪শ’ ৭৫হেক্টর জমিতে।
তবে এ বছর চারটি জাতের ব্লাস্ট রোগ সহনশীল গম চাষে সফলতা পেয়েছেন কৃষকেরা। রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এ গমের ফলনও বেশ ভালো।
তবে উৎপাদন খরচ বেশি হওয়ায় ন্যায্য দাম নিয়ে চিন্তিত কৃষকেরা।
রোগ সহনশীল নতুন এ জাতের গম চাষাবাদে উৎসাহ দিচ্ছে কৃষি বিভাগ।
গম আবাদে দেশের অন্যান্য জেলার তুলনায় ফরিদপুর বেশ এগিয়ে রয়েছে।