ম্যারাডোনা সতীর্থদের যে সাপোর্ট পেতেন মেসি তা পান না : ক্যানেজিয়া
প্রকাশিত : ১১:৪৫ এএম, ২১ জুন ২০১৮ বৃহস্পতিবার
আইসল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে পেনাল্টি মিস করায় মেসির সমালোচনা এখন মুখে মুখে। তার পেনাল্টি সামর্থ্য নিয়েই প্রশ্ন উঠেছে। অনেকেই বলেছেন মেসি বার্সায় পারফর্মের জন্য মুখিয়ে থাকেন, তার জন্ম আর্জেন্টিনার জন্য নয়।
এমন দু:সময়ে মেসির পাশে দাঁড়িয়েছেন তার সতীর্থ ও সাবেক ফুটবলাররা। আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার ক্লসিয়ো ক্যানিজিয়া বলেছেন,‘মেসি সতীর্থদের কাছ থেকে সেই সাহায্য পায় না, যা ম্যারাডোনা পেতেন। সব দায় তো আর মেসির ওপর চাপিয়ে দেওয়া উচিত না। তা হলে অন্যরা মাঠে নেমে কী করছে?’
আর এর্নান ক্রেস্পো বলেছেন, ‘বিশ্বকাপ না জিততে পারলেও মেসির ঔজ্জ্বল্য এতটুকু কমবে না। এ রকম অনেক ফুটবলারই আছে, যারা বিশ্বকাপ না জিতেও কিংবদন্তি হয়ে রয়েছে। ইয়োহান ক্রুয়েফ বা মিশেল প্লাতিনিকেই দেখুন। মেসিও সে রকমই। ও দুর্দান্ত ফুটবলার। বিশ্বকাপ ওর প্রাপ্য। কিন্তু না পেলেও কিছু আসে যায় না। ও গ্রেট-ই থাকবে।’
মেসি অবশ্য আর্জেন্টিনার প্রথম ম্যাচে জিততে না পারার সব দায়িত্ব নিজের কাঁধেই নিয়েছেন।
প্রাক্তনদের মতো মেসির সমর্থনে মুখ খুলেছেন তাঁর আর্জেন্টাইন সতীর্থেরাও। যেমন স্ট্রাইকার পাওলো দিবালা। যাঁর মতে, ‘আমরা সবাই ওর পাশে আছি। আমরা ওকে প্রতি মুহূর্তে সাহায্য করছি।’ডিফেন্ডার ক্রিস্তিয়ান আনসালদি জানাচ্ছেন, মেসি মোটেই চাপে নেই। তিনি বলেন, ‘আর্জেন্টিনার ফুটবলে মেসি কী, তা সবাই জানে। মাঠের বাইরেও ও সেরা। ও একেবারে স্বাভাবিক আছে, মোটেই চাপে নেই। আর এটা আমাদের পক্ষেও ভাল।’
এত শুভেচ্ছা, ভালবাসা নিয়ে আজ ঘুরে দাঁড়াতে পারবেন কি না মেসি, তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে গোটা বিশ্ব।
সূত্র : আনন্দবাজার।
/ এআর /