ইমরানকে ফের জোট গঠনের আহ্বান মোশাররফের
প্রকাশিত : ১২:৪৩ পিএম, ২১ জুন ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১২:৪৫ পিএম, ২১ জুন ২০১৮ বৃহস্পতিবার
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরানকে জোট গঠনের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক স্বৈরশাসক পারভেজ মুশাররফ। নিজ দল অল পাকিস্তান মুসলিম লীগের সঙ্গে জোট বেঁধে আগামী নির্বাচনে লড়ার আহ্বান জানান পাকিস্তান ৯ বছর ধরে ক্ষমতায় থাকা পারভেজ মুশাররফ।
দেশা ফেরার পূর্বে দ্বিতীয়বারের মতো ইমরানকে জোট গঠনের আহ্বান জানান মুশাররফ। এর আগে চলতি বছরের এপ্রিলে জোট গঠনের জন্য ইমরানকে চিঠি পাঠান মুশাররফ। উল্লেখ্য, পারভেজ মুশাররফ বর্তমানে ব্রিটেন অবস্থান করছেন। পাকিস্তানের নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা তার নির্বাচনী মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে। শিগগিরই তিনি আপিল করবেন বলে জানা গেছে।
এদিকে আগের অবস্থানেই অনঢ় রয়েছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার ইমরান খান। তিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কারও সঙ্গে কোয়ালিশন গড়ে নয়, তেহরিক-ই-ইনসাফ এবার নিজেই সরকার গঠন করবে।
সূত্র: দ্য ডন
এমজে/