১৫ বছর পর মহাজাগতিক ঘটনার সাক্ষী হচ্ছে পৃথিবী
প্রকাশিত : ০১:৪২ পিএম, ২১ জুন ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০১:৪৩ পিএম, ২১ জুন ২০১৮ বৃহস্পতিবার
দীর্ঘ ১৫ বছর পর আবারও পাশাপাশি অবস্থান করবে দুটি গ্রহ৷ পৃথিবী এবং মঙ্গল৷ জুলাইয়ের একেবারে শেষে সূর্যের কাছাকাছি পৌঁছতে দেখা যাবে গ্রহগুলোকে৷ নাসার তথ্য বলছে, চলতি বছরে মঙ্গলের ‘বিপরীতমুখী অবস্থান’দেখা যাবে ২৭ জুলাই৷ এই অবস্থানটির জন্যই মঙ্গলকে দেখাবে অনেক বেশি উজ্জ্বল৷ গ্রহটি সম্পূর্ণ আলোকিত হবে সূর্যের আলোয়৷ যা দেখতে পাবেন পৃথিবীবাসী৷
নাসার সদস্যরা বিষয়টিকে ব্যাখ্যা করেন৷ তাঁরা বলেন, যদিও মঙ্গল এবং সূর্যকে দেখা যাবে একে অপরের বিপরীতে৷ তাই, আমরা বলব মঙ্গল ‘বিপরীতপন্থী’৷ মঙ্গলের কক্ষপথের যে কোন জায়গায় এই বিপরীতমুখী যেতে দেখা যেতে পারে৷ আর যখনই এটা ঘটবে তখনই লাল-গ্রহটিকে দেখা যাবে সূর্যের কাছাকাছি৷ পৃথিবীর খুব কাছাকাছি অবস্থান করতে চলেছে মঙ্গল আগামী মাসে৷
সংস্থা যোগ করে, কিন্তু বেশ কিছু অবস্থান রয়েছে যেগুলিতে মঙ্গল এবং পৃথিবীর অবস্থানের থেকে অনেক কম দূরত্ব ছিল৷ কিন্তু, ২০০৩ সালের অবস্থানটি ছিল ৬০,০০০ বছরের মধ্যে সবচেয়ে কাছের৷
এমজে/