শামীম জামানের ‘ঘাউড়া মজিদ হানিমুনে’
প্রকাশিত : ০২:১৩ পিএম, ২১ জুন ২০১৮ বৃহস্পতিবার
আজ প্রচার হবে ঈদের নাটক ‘ঘাউড়া মজিদ হানিমুনে’। নাটকটি রচনা করেছেন আকাশ রঞ্জন ও পরিচালনা করেছেন শামীম জামান।
এর গল্পে দেখা যাবে, মজিদের বিয়ের পর হানিমুন করা হয়নি। তাই সে তার স্ত্রী টুম্পাকে নিয়ে হানিমুনে যায়। সেখানে তাদের সঙ্গে যায় সদ্য বিয়ে হওয়া রিনা ও জামাল দম্পতি। রিনা মজিদের ছোট বোন আর জামাল মজিদের ছোটবেলার বন্ধু। ছোট বোন রিনার সঙ্গে জামালের বিয়ে হলেও মজিদ মন থেকে মেনে নিতে পারে না। এজন্য মজিদের হানিমুনটা খুব সুখকর হচ্ছে না। মজিদ এমনিতে খুব রাগী এবং ঘাউড়া প্রকৃতির লোক। সে সব সময় তার রাগ টুম্পার সঙ্গে দেখানোর চেষ্টা করে। হানিমুন করতে এসে তৈরি হয় নানা হাস্যকর ও মজার ঘটনা।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, জাকিয়া বারী মম, রোবেনা রেজা জুঁই, শামীম জামান প্রমুখ। এটি আজ রাত ৮টা ৩৫ মিনিটে আরটিভিতে প্রচার হবে।
এসএ/