ঢাকা, বৃহস্পতিবার   ২৪ অক্টোবর ২০২৪,   কার্তিক ৯ ১৪৩১

বাজেট কম হলেও, মানসম্মত নাটক তৈরিতে সচেষ্ট দেশের নির্মাতারা

প্রকাশিত : ০৪:৫৬ পিএম, ৫ জুলাই ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৪:৫৬ পিএম, ৫ জুলাই ২০১৬ মঙ্গলবার

বাজেট কম হলেও, মানসম্মত নাটক তৈরিতে সচেষ্ট দেশের নির্মাতারা। বিদেশী বিভিন্ন চ্যানেল প্রভাব বিস্তার করলেও, এখনো বেশিরভাগ দর্শকের আগ্রহ দেশীয় নাটকের প্রতি। আর তাই ঈদ কিংবা যেকোন উৎসবকে কেন্দ্র করে কয়েকশ’ নাটক প্রচারিত হয় অনুষ্ঠানপ্রধান চ্যানেলগুলোতে। একুশে টেলিভিশনের সঙ্গে আলাপচারিতায় এ’সব জানিয়েছেন নাট্যকার ও নির্মাতারা। এক সময় বিটিভিতে বছরে দুই ঈদে একঘন্টা ব্যাপ্তির নাটক প্রচারিত হতো। সেসব নাটকে চিত্রনাট্য নিয়ে মহড়াও দিতে হতো কলাকুশলীদের। গেল দেড় দশকে পাল্টে গেছে অনেক কিছু। নির্মিত হচ্ছে অসংখ্য নাটক। এ’সব নাটকে গল্পের আঙ্গিক এবং স্বাদের ভিন্নতা রয়েছে। তবে, সেই সঙ্গে রয়েছে মান নিয়ে প্রশ্ন। নির্মাতাদের মতে, উৎসবকেন্দ্রিক নাটকের সংখ্যা বেশি হলে মান বজায় রাখা কঠিন হয়। সংশ্লিষ্টরা বলছেন, নির্মাতারা এখন শুধু নাটকের সংখ্যা নিয়েই নয়, মান নিয়েও যথেষ্ট সজাগ।