হারের সব দায় নিলেন সাম্পাওলি
প্রকাশিত : ০৯:৩৭ এএম, ২২ জুন ২০১৮ শুক্রবার
ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের সব দায় নিলেন আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলি। আগেই সাম্পাওলির ফরম্যাট নিয়ে মুখ খুলেছেন ম্যারাডোনা। এবার নিজেই নিজের খেলানোর স্টাইল নিয়ে আত্মস্বীকৃতি দিলেন সাম্পাওলি।
আর্জেন্টিনা কোচ সাম্পাওলি আত্মসমর্পনের সুরে বলেছেন, ‘সিদ্ধান্ত নেওয়ার জন্য আমিই একমাত্র দায়িত্বশীল ব্যক্তি ছিলাম। আমি আজ সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি। আমি ম্যাচটায় নেমেছিলাম অনেক বেশি আশা নিয়ে। এখন এই পরাজয়ে তীব্র যন্ত্রণা অনুভব করছি। এটা তো পরিষ্কার, ম্যাচটা যেভাবে আগে থেকে বোঝা উচিত ছিল, তা আমি পড়তে পারিনি।’
সাম্পাওলি আরও বলেন ‘আমরা আসলে এখনো এমন একটা দলের ছক বের করতে পারিনি যেটা আমাদের ফল এনে দেবে। এই ম্যাচে আমাদের কৌশল ছিল প্রতিপক্ষের ওপর চাপ প্রয়োগ করা। কিন্তু প্রথমার্ধের ওই গোলটার পর আমরা মানসিকভাবে যে ধাক্কাটা খেয়েছি, সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারিনি।’
সাম্পাওলি নিজের কাঁধে দায় নিয়ে বলেন, ‘যা কিছু হয়েছে, পারফরম্যান্সের ঘাটতি যা ছিল, এর দায় একজন নেতার। খেলোয়াড়েরা যদি আমার রণকৌশল মেনে নিয়ে উঠতে না পারে, তাহলে এর দায় আমাকেই নিতে হবে। আমি ম্যাচটা ঠিকমতো পড়তে পারিনি। এর দায় নিচ্ছি। এ কারণেই আমাদের পরিকল্পনা আলোর মুখ দেখেনি।’
এমজে/