হারার আগেই হেরে গেছেন মেসি
প্রকাশিত : ১০:৩৩ এএম, ২২ জুন ২০১৮ শুক্রবার
মূলত প্রথম ম্যাচেই হেরে গেছেন লিওনেল মেসি। দুর্বল আইসল্যান্ডের বিপক্ষে ড্র করাটাই আর্জেন্টিনার জন্য ছিল বড় হার। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচেও সেই ক্ষত বয়ে বেড়াল মেসি। আর ক্রোয়েশিয়ার বিপক্ষে হারতো মেসিকে একেবারে খাদের কিনারে নিয়ে দাঁড় করিয়েছে।
দেশটির স্থানীয় টেলিভিশন ধারাভাষ্যকার ডিয়েগো লাতোররি সমালোচনায় মেসিকে তুলোধুনো করে ছাড়লেন। তিনি বলেন, মেসি বৈদ্যুতিক খাম্বার মতো স্থির হয়ে ছিলেন। তার পায়ে গতি ছিল না। পুরো ম্যাচে মেসি মনমরা হয়ে ছিলেন। দেশটির সংবাদ মাধ্যম মেসি ও তার সতীর্থদের সমবেদনা কিংবা সান্ত্বনা দেয়ার ধারে কাছে যাচ্ছে না। বরং নিজেদের ফুটবল দলকে রীতিমতো ধুয়ে দিচ্ছে।
আর্জেন্টিনার সংবাদ মাধ্যম বলছে, পুরো সময়জুড়েই মেসি নিজেকে গুটিয়ে রেখেছিল। যেন হারের আগেই হারের স্বাদ গ্রহণ করেছে সে। আর ক্রোয়েশিয়ার বিপক্ষে পুরো খেলাজুড়ে একটিও শট নিতে পারেনি মেসি। যেখানে আইসল্যান্ডের বিপক্ষে নিয়েছিলেন ১১টি শট।
এমজে/