ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

শেষ সময়ে নতুন টুপি আর আতর কিনছেন মানুষ

প্রকাশিত : ০৫:০০ পিএম, ৫ জুলাই ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৫:০০ পিএম, ৫ জুলাই ২০১৬ মঙ্গলবার

শেষ সময়ের ঈদ কেনাকাটায় নতুন টুপি আর আতর কিনছেন মানুষ। এবার দেশী টুপির চাহিদা রয়েছে। আর ক্রেতারা পছন্দ অনুযায়ী দেশি, বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের আতর কিনতে ভিড় করছেন দোকানগুলোতে। দরজায় কড়া নাড়ছে ঈদ। মূল কেনাকাটা প্রায় শেষ, যানজট নেই, মার্কেটগুলোতে ভিড়ও কম। তাই পরিবার নিয়ে আনুষাঙ্গিক কেনাকাটা করছেন অনেকে। পোশাকের পাশাপাশি ঈদে চাই নতুন টুপি। আর ক্রেতাদের এ চাহিদাকে মাথায় রেখে বাজারে এসেছে নতুন ডিজাইনের টুপি। এবারের ঈদে দেশে তৈরি টুপির চাহিদা রয়েছে বলে জানান দোকানিরা। নামাজ পড়তে যাওয়ার সময় সুগন্ধি ব্যবহারের রেওয়াজ আছে। আর তাই খুঁজে খুঁজে সুগন্ধি আতর কিনছেন অনেকে। আতরের মধ্যে রয়েছে দেশী ও বিদেশি বিভিন্ন ব্র্যান্ড। প্রতি শিশি আতর বিক্রি হচ্ছে ১০০ থেকে ৩ হাজার টাকায়।