ঈদে রাজধানীতে কঠোর নিরাপত্তা
প্রকাশিত : ০৫:০৫ পিএম, ৫ জুলাই ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৫:০৫ পিএম, ৫ জুলাই ২০১৬ মঙ্গলবার
গুলশান ট্রাজেডির কথা মাথায় রেখেই পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর নিরাপত্তা সাজানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, গুলশানে হামলার ঘটনায় আটক ৩ জন ছাড়া আরও অনেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হবে।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানসহ রাজধানীর নিরাপত্তা নিয়ে শনিবার সকালের নির্ধারিত সংবাদ ব্রিফিংয়ে ঘুরেফিরে আসে গুলশান ট্রাজেডির প্রসঙ্গ। হামলার ঘটনায় দায়ের হওয়া মামলা, আটকের সংখ্যা আর যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের নিয়েই প্রশ্ন ছিল সবার।
সাংবাদিকদের সাথে কথা বলার আগে ঢাকা মহানগর পুলিশ কমিশনার জাতীয় ঈদগাহ ময়দান ঘুরে দেখেন। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন তার সঙ্গে। পুলিশের কন্টোল রুম, গোয়েন্দা পুলিশ, সোয়াত, ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল টিমের তৎপরতাও দেখেন তারা।
পুলিশ কমিশনার জানান, ঈদকে কেন্দ্র করে ঢাকায় নিচ্ছিদ্র নিরাপত্তা নেয়া হয়েছে।
পরে গুলশান হামলা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।
এদিকে, জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন।
ঈদগাহ ময়দায়ের নিরাপত্তা প্রশ্নের আইন-শৃঙ্খলাবাহিনীর সাথে সমন্বয় করেই সব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান মেয়র।