ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

আগামী সপ্তাহে ভারত আসছেন মার্কিন দূত নিক্কি হ্যালি

প্রকাশিত : ১২:২০ পিএম, ২২ জুন ২০১৮ শুক্রবার

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি নিক্কি হ্যালি আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আস্থাভাজন সহকারীদের একজন। সফরকালে তিনি পররাষ্ট্র দফতর, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজর অজিত দোভালের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়াও ২৭ জুন একটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দিবেন হ্যালি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে তার।

হ্যালি এমন সময় ভারত সফরে আসছেন, যখন দুটো বড় ইস্যুতে দুই দেশের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। ইস্যু দুটি হল- ইরানের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসা এবং রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তির ওপর নিষেধাজ্ঞা।

সূত্র জানিয়েছে, আগের নির্ধারিত সূচি অনুযায়ী এই দ্বিপক্ষীয় সফর হচ্ছে। আগামী ৬ জুলাই ওয়াশিংটন ডিসিতে দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের যে ২+২ আলোচনার কথা রয়েছে, তারই প্রস্তুতি হিসেবে এ সফর হচ্ছে।

জানা গেছে, হ্যালির সফরে বৈশ্বিক ইস্যুগুলো উঠে আসবে এবং ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় জেসিপিওএ থেকে ট্রাম্প প্রশাসনের বেরিয়ে আসার বিষয়টিও আলোচিত হবে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

একে//