ঢাকা, সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৭ ১৪৩১

নিহত ইতালির ৯ নাগরিকের লাশ দেশে নিয়ে যেতে ঢাকায় এসেছেন ইতালির উপ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৫:১৪ পিএম, ৫ জুলাই ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৫:১৪ পিএম, ৫ জুলাই ২০১৬ মঙ্গলবার

রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে বন্দুকধারীদের হামলায় নিহত ইতালির ৯ নাগরিকের লাশ দেশে নিয়ে যেতে ঢাকায় এসেছেন ইতালির উপ পররাষ্ট্রমন্ত্রী। কাউন্টার টেরোরিজম-এর একদল সদস্যর সঙ্গে আজ ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। হত্যাকান্ডের নিন্দা জানিয়ে এ ধরণের সন্ত্রাস মোকাবেলায় গোয়েন্দা তথ্য আদান-প্রদানে গুরুত্বারোপ করেন উপ-পররাষ্ট্রমন্ত্রী। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম বলেন, ইতালী-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার হবে। সকাল ১০ টার কিছু পরে ইতালীর উপপররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রদূতকে নিয়ে গুলশান হামলার ঘটনাস্থল হলি আর্টিজন রেস্তরা পরিদর্শন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম। সে সময় শোকাবহ পরিবেশের সৃষ্ঠি হয়। ঘটনাস্থল পরিদর্শন শেষে কথা ইতালীর উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতে ইতালী সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের সাথে কাজ করবে। এই ঘটনার পরও ইতালী-বাংলাদেশ সম্পর্কে কোন নেতিবাচক প্রভাব বড়বে না, বরং আরো জোরদার হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। অন্যান্য দিনের মতো অস্থায়ী বেদীতে স্বজনরা ছাড়াও পুল দিয়ে শ্রদ্ধ জানান সমব্যাথীরা। ফুল দিতে আসা তরুণরা বলেন, সন্ত্রাস-জঙ্গীবাদ এই প্রজন্মের ভাষা নয়। গুলশানের ৭৯ নম্বর সড়কসহ আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা বহাল আছে।