ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৭ ১৪৩১

ব্রাজিল বনাম কোস্টারিকার ম্যাচের ‘ম্যাচ ফ্যাক্ট’

প্রকাশিত : ০৮:২৮ পিএম, ২২ জুন ২০১৮ শুক্রবার

ফুটবল পাগল পাঠকদের জন্য বিশ্বকাপ আসর উপলক্ষ্যে প্রতি ম্যাচের পর ‘ম্যাচ ফ্যাক্ট’ এর আয়োজন থাকছে ইটিভি অনলাইনে। আজ শুক্রবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় কোস্টারিকা ও ব্রাজিল। গ্রুপ-ই এর এই ম্যাচের ম্যাচ ফ্যাক্ট পাচ্ছেন এখানে।

ম্যাচ ফ্যাক্ট

ব্রাজিল

বিষয়

কোস্টারিকা

গোল

২৩

আক্রমণ

অন টার্গেট

আক্রমণ প্রতিরোধ

১০

কর্ণার

অফসাইড

৬৭%

বল দখল

৩৩%

৮৮%

নির্ভূল পাসিং

৭০%

হলুদ কার্ড

লাল কার্ড

১১

ফাউল

১১

৪-৩-৩

ফরম্যাট

৩-৪-২-১

তিতে

কোচ

অস্কার রামিরেজ

 

ম্যাচ রেফারিঃ কুইপার্স জর্ন (নেদারল্যান্ড)

সহযোগী রেফারি ১ঃ ভ্যান রোয়েকেল স্যান্ডার (নেদারল্যান্ড)

সহযোগী রেফারি ২ঃ জেইনস্ট্রা এরউইন  (নেদারল্যান্ড)

 

চুতুর্থ রেফারিঃ কমিনা দামির (স্লোভেনিয়া)

ভিডিও রেফারিঃ ম্যাকেলি ড্যানি (নেদারল্যান্ড)