ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৯ ১৪৩১

ব্রাজিলিয়ান ফুটবলার জে রবার্তোর জন্মদিন আজ

প্রকাশিত : ১২:২৫ পিএম, ৬ জুলাই ২০১৬ বুধবার | আপডেট: ১২:২৭ পিএম, ৬ জুলাই ২০১৬ বুধবার

জে রবার্তো। ব্রাজিলিয়ান ফুটবলার। খেলেছেন জাতীয় দল ও ক্লাব পর্যায়ে। ১৯৭৪ সালের ৬ই জুলাই ব্রাজিলের সাওপাওলো শহরে জন্মগ্রহণ করেন রবার্তো। রবার্তোর জন্মদিনে দর্শক আসুন জেনে নেই তার ক্যারিয়ারের কিছু দিক। পুরো নাম জোসে রবার্তো দ্যা সিলভা জুনিয়র। তবে সবার কাছে জে রবার্তো নামেই বেশী পরিচিত এ ব্রাজিলিয়ান ফুটবলার। ছোট বেলা থেকেই ফুটবলের খেলতেন অসধারণ ফুটবল।  আর অল্প সময়ে ভাল ফুটবল খেলায় সবার নজর কাড়েন। প্রথমে স্কুল ভিত্তিক প্রতিযোগীতায় সুনামের সাথে খেলতে থাকেন তিনি । এরপর ধীরে ধীরে পেশাদার ফুটবলে জড়িয়ে পড়েন তিনি। পেশাদার ফুটবলে তার প্রথম ক্লাব পালমেইরা। এ ক্লাবে লেফট উইং ব্যাক হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ১৯৯৪ সালে যোগ দেন নিজ দেশের ক্লাব পর্তুগীজায়। ক্লাবটির হয়ে খেলেছেন তিন বছর। ১৯৯৭ সালে পাড়ি জমান ইউরোপে। এই সময় নাম লেখান স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে। ১৯৯৮ সালে ফিরে যান আবার নিজ দেশের ক্লাব ফ্লামিঙ্গোতে। একই মৌসুমে যোগ দেন জার্মান ক্লাব বায়ার্ন লেভারকুসেনে। এই ক্লাবটিতে চার বছর খেলে যোগ দেন জার্মান শীর্ষ ক্লাব বায়ার্ন মিউনিখে। মাঝে অবশ্য এক মৌসুম সান্তোষে খেলে আবারো ফিরে যান পুরনো ক্লাব জার্মান ক্লাবটিতে। পরবর্তীতে একাধিক ক্লাব বদলে চলতি মৌসুমে যোগ দেন নিজ দেশের ক্লাব পালমেইরাতে। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলেও সমান তালে খেলেছেন আলেক্সান্ডার রবার্তো। প্রথম অনুর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে পথচলা শুরু হয় দীর্ঘদেহী এ ফুটবলারের। বয়স ভিত্তিক দলের হয়ে দূর্দান্ত খেলে নির্বাচকদের মন কাড়েন। ১৯৯৫ সালে ডাক পড়ে জাতীয় দলে। জাতীয় দলের হয়ে মাঠ মাতিয়েছেন ২০০৬ সাল পর্যন্ত। এই সময় ব্রাজিলের বিভিন্ন আন্তর্জাতিক সাফল্যে গুরুত্বপূর্ন অবদান রাখেন রবার্তো। ভবিষ্যতে আরো অনেকদিন ফুটলের সাথে জড়িত থাকতে চান তিনি।