ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

সাত জেলায় সড়কে প্রাণ গেল ৩৩ জনের

প্রকাশিত : ১০:৫২ এএম, ২৩ জুন ২০১৮ শনিবার | আপডেট: ১০:৫২ এএম, ২৩ জুন ২০১৮ শনিবার

পরিবার-পরিজনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করে কর্মস্থলে ফেরার পথে দেশের সাত জেলায় গতকাল দিবাগত রাত থেকে আজ সকাল পর্যন্ত সড়কে ৩৩ জনের প্রাণহানীর খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক মানুষ।

এই সময়ে দূরপাল্লার বাস বেশি দুর্ঘটনার শিকার হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটেছে গাইবান্ধার পলাশতলী উপজেলার মহেশপুরে। এখানে একসঙ্গে ১৬ জনের প্রাণহানী ঘটেছে। এরপর রংপুরের তারাগঞ্জ উপজেলার পাগলাপীরের সালেয়া শাহ বাজারে আরও একটি দুর্ঘটনায় ছয়জন প্রাণ হারিয়েছেন।

এর বাইরে ঢাকা জেলার সাভারে চারজন, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দুজন, গোপালগঞ্জের সদর উপজেলায় দুজন, নাটোর সদর উপজেলায় দুজন এবং চুয়াডাঙ্গার সদর উপজেলায় একজন নিহত হয়েছেন।

এসএ/