ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

এই ঈদে প্রচারিত হবে অন্তত চারশ’ নাটক

প্রকাশিত : ১২:৫০ পিএম, ৬ জুলাই ২০১৬ বুধবার | আপডেট: ১২:৫০ পিএম, ৬ জুলাই ২০১৬ বুধবার

এই ঈদে অন্তত চারশ’ নাটক প্রচারিত হবে দেশের অনুষ্ঠানপ্রধান স্যাটেলাইট চ্যানেলগুলোতে। কোথাও ৭ দিন, আবার কোথাও ৯ দিনব্যাপী ঈদ উৎসবে প্রাধান্য পাচ্ছে বিশেষ নাটক। তাই জমজমাট শ্যুটিং পাড়া। ব্যস্ত নাটকের কলাকুশলীরাও। ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করতে তৎপর নাট্য নির্মাতারা। অ্যামেচার কিংবা মৌলিক, উপাদান হিসেবে মিশ্রভাব রাখার চেষ্টা করা হয় নাটকগুলোতে। যাতে শতভাগ উপভোগ্য হয় দর্শকের। উৎসবের সময় টেলিভিশনগুলোতে নাটকের চাহিদা বেড়ে যায় বহুগুণ। তাই ব্যস্ত সময় পার করতে হয় অভিনয় শিল্পীদের। এবারও দম ফেলার সময় নেই কলাকুশলীদের। শ্যুটিং নিয়ে ব্যস্ত সবাই। সংখ্যার আধিক্যে মান ঠিক থাকছে কি- না, তা নিয়ে দর্শক মনে বিতর্ক থাকতে পারে। তবে, শিল্পীরা আশাবাদী, ভালো নাটকই বেছে নেবে দর্শক। ব্যস্ততার মাঝেও নাটকের চাহিদা বাড়ায় খুশি অভিনয় শিল্পীরা।