ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৯ ১৪৩১

ঈদ আনন্দের ঢল নেমেছে সারা বিশ্বে

প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ৬ জুলাই ২০১৬ বুধবার | আপডেট: ০৩:৫৯ পিএম, ৬ জুলাই ২০১৬ বুধবার

ঈদ আনন্দের ঢল নেমেছে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে। ধর্মীয় ভাব-গাম্ভীর্য আর সন্ত্রাসের প্রতি কঠোর হুশিয়ারির মধ্য দিয়ে ঈদ উদযাপন করছে বিভিন্ন দেশ। এবারও সন্ত্রাসী হামলার আশংকায় সৌদি আরবসহ বিভিন্ন দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যুদ্ধ-সহিংসতাকে উপেক্ষা করে ঈদের আনন্দে মেতেছে বিশ্বের বিভিন্ন দেশ। রমজানের শেষ মুহুর্তে সন্ত্রাসী হামলায় কেঁপে ওঠে সৌদি আরবের মদিনাসহ তিন শহর। তাই এবার বাড়তি নিরাপত্তার মধ্যে ঈদের নামাজ আদায় করেন সৌদিবাসী। মিশরের কায়রোতে হাজারো মানুষ জড়ো হয় ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। ইন্দোনেশিয়ার জাকার্তায় আল আজহার মসজিদে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসুল্লীরা। মালয়েশিয়ায় পুরো বিশ্বের শান্তি কামনার মধ্য পালিত হচ্ছে ঈদ। অন্যদিকে জার্মানিতে নতুন জীবন শুরুর পর প্রথমবারের মতো ঈদ উদযাপন করছে সিরিয় শরণার্থীরা। এবার রমজানেও সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছে সাড়ে ৩শ’রও বেশি মানুষ। স্বজন হারানোর কষ্টকে সঙ্গী করেই ঈদ উদযাপন করছে ইরাক, তুরস্কসহ বিভিন্ন দেশের মানুষ।