ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

আজ পোল্যান্ডের মুখোমুখি হবে কলম্বিয়া

প্রকাশিত : ০৮:৪২ এএম, ২৪ জুন ২০১৮ রবিবার | আপডেট: ০৮:৫৫ এএম, ২৪ জুন ২০১৮ রবিবার

বিশ্বকাপ ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ পোল্যান্ডের মুখোমুখি হবে কলম্বিয়া। দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে জয়ের বিকল্প নেই দল দু’টির সামনে। কাজান এরিনায় জি গ্রুপের এ গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। এরআগে একাতেরিনবার্গ সেন্ট্রাল স্টেডিয়ামে একই গুরুপের অপর ম্যাচে রাত ৯টায় জাপানের প্রতিপক্ষ সেনেগাল।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে এশিয়ার প্রতিনিধি জাপানের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। হাতে দুই ম্যাচ। তাই ভুল করার সুযোগ নেই কলম্বিয়ানদের। দ্বিতীয় রাউন্ডে উঠতে পোল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প কিছুই ভাবছে না কোচ হোসে পেকারম্যানের শিষ্যরা। ২০১৪ সালের সুপারস্টার হামেশ রদ্রিগেজকে ঘিরেই স্বপ্ন দেখছে কলম্বিয়ানরা।

এদিকে পোল্যান্ডও হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে। সেনেগালের কাছে হারে ২-১ গোলে । যার ফলে অনেকটাই ব্যাকফুটে আদাম নাওমাকার শিষ্যরা। নকআউট পর্বে জায়গা করে নিতে কলম্বিয়ার বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে পোলিশরা।

প্রথম লাতিন আমেরিকার কোন দলকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে এশিয়ার প্রতিনিধি জাপান। কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে বেশ খোশ মেজাজেই রয়েছে জাপানিজরা। আকিরা নিশিনোর অধিনে তরুন ও অভিজ্ঞ খেলোয়াড়ের সমন্নয়ে বেশ  শক্তিশালি দলই এশিয়ার সবচেয়ে সফলতম দল জাপান।

এদিকে পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় পর্বে উঠার লড়াইয়ে এক ধাপ এগিয়ে রয়েছে সেনেগালও। জাপান কে হারিয়েই দ্বিতীয় পর্ব নিশ্চিত করে ফেলতে চায় অলিও সিসের শিষ্যরা।