বিশ্বশান্তি ও কল্যাণ কামনার মধ্যদিয়ে ঈদ-উল ফিতরের জামাত অনুষ্ঠিত
প্রকাশিত : ০১:১১ পিএম, ৭ জুলাই ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০১:১১ পিএম, ৭ জুলাই ২০১৬ বৃহস্পতিবার
বিশ্বশান্তি ও কল্যাণ কামনার মধ্যদিয়ে জাতীয় মসজিদ বায়তু মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ঈদ-উল ফিতরের জামাত। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে সামিল হয়েছেন সবাই। দোয়া করেছেন জঙ্গিবাদের থাবা থেকে দেশকে রক্ষা করতে।
একমাস সিয়াম সাধনার পর আসে ঈদ। আর এই ঈদের নামাজ আদায় করতে ধনী-গরীব সকলেই আসেন বায়তুল মোকাররম মসজিদে। আদায় করেন ঈদের নামাজ।
এখানে ধনী গরীব, কিংবা সাদা-কালো, ছোট-বড়, সব বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। জঙ্গিবাদ থেকে পানাহ চাওয়ার পাশাপাশি বিশ্ব শান্তি কামনা করেছেন মুসল্লিরা।
নামাজ শেষে কোলাকুলি করে একে অন্যের প্রতি বিনিময় করেছেন অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা।
বড়দের হাত ধরে ঈদের নামাজ আদায় করতে এসেছেন ছোট শিশুরাও।
ঈদে সবার মাঝে গড়ে উঠুক সম্প্রীতির বন্ধন এই প্রত্যশা সবার।