ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

যে পদ্ধতিতে গোসলে রয়েছে স্ট্রোকের ঝুঁকি: গবেষণা

প্রকাশিত : ০১:৫৪ পিএম, ২৪ জুন ২০১৮ রবিবার | আপডেট: ০২:৩২ পিএম, ২৪ জুন ২০১৮ রবিবার

পৃথিবীতে বাড়ছে স্ট্রোকের ঝুঁকি। এটি নানা কারণে হতে পারে। ভুল পদ্ধতিতে গোসলেও হতে পারে স্ট্রোক। এমনটি বলছে গবেষণা।
পরিসংখ্যান বলছে, বিশ্বের প্রায় ২ কোটি মানুষ প্রতি বছর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। বিশ্বের একাধিক গবেষণা এবং পরিসংখ্যানের রিপোর্ট অনুযায়ী, স্নানের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু বা পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছে।
চিকিৎসকেরা বলছেন, গোসলের সময় বেশ কিছু বিষয় আমাদের প্রত্যেককেই মাথায় রাখতে হবে। কারণ, সঠিক নিয়ম মেনে গোসল না করলে হতে পারে মৃত্যুও!
বাথরুমে ঢুকে গোসলের করার সময় প্রথমেই মাথা এবং চুল ভেজানো একদম উচিত না। কারণ, মানুষের শরীরে রক্ত সঞ্চালন একটা নির্দিষ্ট তাপমাত্রায় হয়ে থাকে। শরীরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে খানিকটা সময় লাগে।
সূত্র : জিনিউজ।
/ এআর /