ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৯ ১৪৩১

ওয়েলসকে হারিয়ে ফাইনালে উঠলো পর্তুগাল

প্রকাশিত : ০১:১৫ পিএম, ৭ জুলাই ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০১:১৫ পিএম, ৭ জুলাই ২০১৬ বৃহস্পতিবার

ওয়েলসকে হারিয়ে ইউরোর ফাইনালে উঠলো পর্তুগাল। রোনালদো ও ন্যানির গোলে ২-০ গোলের জয় পায় পর্তুগিজরা। এই হারে প্রথমবার ইউরো খেলতে আসা ওয়েলস রুপকথা সমাপ্তি ঘটলো। শিরোপা নির্ধারনী ম্যাচে জার্মানি ও ফ্রান্সের মধ্যে বিজয়ীর সাথে রোববার মাঠে নামবে পর্তুগাল। অভিজ্ঞতার দিক দিয়ে ওয়েলসের চেয়ে অনেকটাই এগিয়ে। আর প্রথমবারের মতো ইউরোতে এসেছে গ্যারেথ বেলেরর ওয়েলস। স্বাভাবিকভাবেই ম্যাচে ফেভারিট পর্তুগীজরা। এরপরও ম্যাচের শুরু থেকেই দারুন লড়াই করেছে ওয়েলস। আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ জমলেও, প্রথমার্ধ ছিলো গোলশূণ্য। বিরতির পর জ্বলে ওঠেন রোনালদো। ৫৫ মিনিটে দারুন এক হেডে এগিয়ে দেন দলকে। এর তিন মিনিট পর আবারো ধাক্কা খায় ওয়েলস। দলের প্রাণ ভোমরা রোনালদোর পাস থেকেই দর্শকদের খুশির জোয়ারে ভাসান ন্যানি।