ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৯ ১৪৩১

অপহৃত ৮ জেলের ঘরে নেই ঈদের আনন্দ

প্রকাশিত : ০১:২৩ পিএম, ৭ জুলাই ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০১:২৩ পিএম, ৭ জুলাই ২০১৬ বৃহস্পতিবার

বরগুনার পাথরঘাটার জেলে পল্লীর মানুষের মনে নেই ঈদের আনন্দ। ২৮জুন  বঙ্গোপসাগরের নাড়কেলবাড়িয়া ও দুধমুখী থেকে অপহৃত হয়েছে ৮ জেলে। সেই থেকে মুছে গেছে জেলে পরিবারের মুখের হাসিটুকু। এদিকে ঈদের দিনে কষ্টে আছেন ভোলার তজুমদ্দিনের রোয়ানু ক্ষতিগ্রস্তরা। এবার অনেক পরিবারের শিশুদের ভাগ্যে জোটেনি নতুন কাপড়। ঈদ আনন্দের ছোঁয়া লাগেনি বরগুনার পাথরঘাটার জেলে পল্লীতে। ২৮জুন অপহরণ করা হয় ওই গ্রামের ৮ জেলেকে। মুক্তিপণ চায় জলদস্যুরা। স্বজনদের ফিরে আসার অপেক্ষায় কাটছে প্রতিটি প্রহর। তালুকের চরদুয়ানী গ্রামের হাবিব মাঝি সাগরে মাছ ধরতে যাওয়ার আগে বলেছিলেন, ঈদের আগেই ফিরবেন। খলিফার হাটের জাফর মাঝি দুই ছেলে ও মেয়েকে বলে গিয়েছিলেন এবার সাগর থেকে এসে পাথরঘাটা গিয়ে ঈদের বাজার করবেন। তারা কেউই ফেরননি। মুক্তিপণ দেয়ার সামর্থ্য নেই তাদের পরিবারের। ঈদের দিনেও তাই হাসি নেই ওই পরিবারগুলোর মাঝে। এদিকে ঈদের দিনে ভালো নেই ভোলার তজুমদ্দিনের অনেক মানুষ। গত ঈদও ভালো কেটেছে।। ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে এবারের চিত্র উল্টো। সবকিছু হারিয়ে নিঃস্ব পরিবারগুলো। ঈদে আদরের সন্তানকে কিনে দিতে পারেননি নতুন কাপড়। প্রশাসনের পক্ষ থেকেও নেই কোন ঈদ বরাদ্দ।