‘ইরানের সঙ্গে সংঘাত চায় না যুক্তরাষ্ট্র’
প্রকাশিত : ০৩:৪০ পিএম, ২৪ জুন ২০১৮ রবিবার | আপডেট: ০৩:৪৩ পিএম, ২৪ জুন ২০১৮ রবিবার
ইরানের সঙ্গে সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্র যেতে চায় না বলে জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তবে ইরানকে কখনো পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দেন তিনি।
শনিবার ওয়াশিংটনে এসব কথা বলেন মাইক পম্পেও। তিনি নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে ইরানের সঙ্গে নতুন করে পরমাণু সমঝোতা স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন। তবে বেশ কিছু পূর্বশর্ত দেন। কিন্তু ইরান এসব শর্ত তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে।
অবশ্য ইসলামি প্রজাতন্ত্র ইরান শুরু থেকে বলে এসেছে, তারা পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না। দেশটি শুধুমাত্র বেসামরিক কাজে পরমাণু শক্তি ব্যবহার করতে চায়।
এ ছাড়া বিশ্বের দেশগুলোর পরমাণু কর্মসূচি তদারকি করার একমাত্র প্রতিষ্ঠান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা- আইএইএ এখন পর্যন্ত বলছে, ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। আর এ কর্মসূচি সামরিক কাজে পরিচালিত হয়নি।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ মে ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে বের করে নেন।
সূত্র: রয়টার্স
একে//