উৎসবমুখর পরিবেশে সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর
প্রকাশিত : ০১:২৮ পিএম, ৭ জুলাই ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০১:২৮ পিএম, ৭ জুলাই ২০১৬ বৃহস্পতিবার
উৎসবমুখর পরিবেশে সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। দেশের সবচেয়ে বড় ঈদ জামাত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে। দেশ, জাতি ও বিশ্ব মুসলিম শান্তি ও সমৃদ্ধি কামনায় ঈদের নামায আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
দেশের সবচেয়ে বড় ঈদ জামাত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। নামায আদায় করেন লাখ লাখ মুসলি¬। ইমামতি করেন ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।
কুমিল্লায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ শেষে সারা বিশ্বের মুসলমানদের মঙ্গল কামনা করে দোয়া কামনা করা হয়।
জঙ্গি ও হানাহানী মুক্ত বাংলাদেশ কামনা করে সিরাজগঞ্জে যথাযথ মর্যাদা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে ঈদ উদযাপিত হচ্ছে।
বন্দর নগরী চট্টগ্রামে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে প্রধান জামাতে ঈদের নামায শেষে বিশেষ মোনাজাত করা হয়। একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লীরা।
গোপালগঞ্জ পৌর ঈদগাহ ময়দান, রাজবাড়ী শহরের রেলওয়ে কেন্দ্রীয় ঈদগাঁ ময়দান ও গাজীপুরে ভাওয়াল রাজবাড়ি মাঠের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতে নামায আদায় করেন হাজারো মুসল্লী।
রাজশাহীতে হযরত শাহ্ মখদুম রহমত উল্লাহ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ও কক্সবাজারে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামায আদায় ও বিশেষ মোনাজাত করা হয়।
স্বাধীন বাংলাদেশী হিসেবে ঈদ পালন করতে পেরে আনন্দে আত্মহারা পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলবাসী।
বিপুল উৎসাহ উদ্দীপনায় নারায়ণগঞ্জ, গাইবান্ধা ও নেত্রকোণাসহ দেশের বিভিন্নস্থানে নামায আদায় করেছেন হাজারো মুসল্লী।