গোলটি হতাশ করেছে সমালোচকদের: টনি ক্রুস
প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ২৪ জুন ২০১৮ রবিবার | আপডেট: ০৯:০২ পিএম, ২৪ জুন ২০১৮ রবিবার
বিশ্বকাপে সুযোগ পাবেন কিনা এ নিয়ে সন্দিহান ছিলেন। দলে এ নিয়ে প্রশ্নও ওঠেছিল। নিজ দেশের সমালোচকেরা বিতর্কের তীরে বিদ্ধ করে যাচ্ছিল তাকে। অবশেষে নিজের সুসময়ের দেখা পেলেন টনি ক্রুস। বিশ্বকাপের মঞ্চে এমন এক মুহূর্তে গোল করলেন, যেটা তার দলকে বাদ পড়ার মুখ থেকে বাঁচিয়ে দিল। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার মনে করেন তার গোলটি হতাশ করেছে সমালোচকদের!
জার্মান কোচ জোয়াকিম লো রাশিয়া বিশ্বকাপে দল নিয়ে ব্যাপক সমালোচনার মুখে ছিলেন। দেশটির ফুটবলবোদ্ধারা বলেছিলেন, এবার নিশ্চিত ছিটকে পড়বে বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচ হারের পর তাদের ভবিষ্যদ্বাণী অনেকে সঠিক হিসেবে দেখে ফেলেছিল। তবে শনিবার রাতে দুর্দান্ত জয়ে আবারও স্বরূপে দেখা দিয়েছে মেসুত ওজিলদের জার্মানি।
সোচির ফিশৎ স্টেডিয়ামে প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর সুইডেনকে ২-১ গোলে হারায় জার্মানি। মার্কো রয়োস সমতা ফেরানোর পর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বুদ্ধিদ্বীপ্ত ফ্রি-কিকে বর্তমান চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত করেন ক্রুস। ম্যাচ শেষে সমালোচকদের একহাত নিয়ে তিনি বলেন, `আমার মনে হয়েছিল, জার্মানি ছিটকে গেলে আমাদের দেশেই অনেকে খুশি হত। কিন্তু আমরা এটা তাদের জন্য এত সহজ হতে দিচ্ছি না। আমাদের সহজে রাস্তায় ফেলে দেওয়া যাবে না।`
মেক্সিকোর কাছে হেরে রাশিয়ার আসর শুরু করা জার্মানির সুইডেনের বিপক্ষে জয়ে নকআউট পর্বে যাওয়ার আশা টিকে থাকল। এজন্য ২৭ জুন বাংলাদেশ সময় রাত ৮টার ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারাতেই হবে তাদের।
এসি