ডোবায় মিলল তিন ভাইবোনের লাশ
প্রকাশিত : ০৮:৩৬ পিএম, ২৪ জুন ২০১৮ রবিবার
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ডোবা থেকে তিন ভাইবোনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার একদিন পর তিন শিশুর লাশ পাওয়া যায়।
আজ রোববার ভোর ৬টার দিকে উপজেলার গুণধর ইউনিয়নের উত্তর আশতকা গ্রামের একটি ডোবা তিন ভাইবোনের লাশ উদ্ধার করা হয়।
এরা হচ্ছে জোনাকী (৯), চাঁদনী (৭) ও সাফায়েত উল্লাহ (৪)। এর মধ্যে জোনাকী দ্বিতীয় এবং চাঁদনী প্রথম শ্রেণির ছাত্রী ছিল। তারা উপজেলার দেহুন্দা ইউনিয়নের ভাটিয়া গাঙ্গপাড়া গ্রামের মো. হেলাল উদ্দিন ও জ্যোৎস্না আক্তারের ছেলেমেয়ে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, জ্যোৎস্না আক্তার তিন সন্তানকে নিয়ে গুণধর ইউনিয়নের উত্তর আশতকা গ্রামে তাঁর বোন আসমা আক্তারের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। গতকাল শনিবার বিকেলে তিন ভাইবোন খালার বাড়ির সামনে খেলা করছিল। এ সময় তারা নিখোঁজ হয়।
সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। আশপাশের পুকুরে জাল ফেলে সন্ধান করা হয়। কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি।
আজ সকালে একটি ডোবায় তিন ভাইবোনের লাশ পানিতে ভেসে ওঠে। পরে লোকজন গিয়ে লাশ তিনটি উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হেলাল উদ্দিন ও জ্যোৎস্না আক্তারের সাত ছেলেমেয়ে ছিল।
এসি