ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা, ঘুরতে বের হওয়া মানুষেরা বিপাকে

প্রকাশিত : ০২:৪৩ পিএম, ৮ জুলাই ২০১৬ শুক্রবার | আপডেট: ০২:৪৩ পিএম, ৮ জুলাই ২০১৬ শুক্রবার

ইতিহাসের দীর্ঘতম ঈদের  ছুটিতে ফাঁকা ঢাকা।  বন্ধ  রাজধানীর বেশীরভাগ রেস্তোরা । ফলে বিপাকে পড়েছেন  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ঘুরতে বের হওয়া মানুষেরা ।  অনেকেই বলছেন ঈদকে ঘিরে ব্যবসায়ীদের আলাদা পরিকল্পনা থাকা উচিত । ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ঈদের ছুটি । ফাঁকা রাজধানীর চিত্রটিও তাই অন্যবারের চেয়ে প্রকট । বন্ধ রয়েছে রাজধানীর বেশীর ভাগ দোকানপাট ;  বন্ধ রেস্তোরাও । গতবছরেও এত বেশী সংখ্যক রেস্তোরা বন্ধ ছিলনা বলে দাবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের । অনেকে বলছেন ঈদের সময়ে ব্যবসায়ীরা ভিন্ন পরিকল্পনায় খুলে রাখতে পারতেন রেস্তোরাগুলো । আবার কেউ কেউ বলছেন নামী রেস্তোরা বন্ধ থাকলেও খোলা আছে ছোটখাট রেস্তোরা , তাই সেখানে যাওয়া যেতে পারে  । এদিকে বেড়াতে বেরুনো মানুষেরা পড়েছেন বিপাকে । পরিবার নিয়ে ঘুরতে বেড়িয়ে পাচ্ছেন না ক্ষুদা মেটানোর জন্য ভালো মানের রেস্তোরা । বন্ধুদের নিয়েও ঘুরতে পোহাতে হচ্ছে বিড়ম্বনা । বড়মানের  রেস্তোরা বন্ধ থাকায় চাপ বেড়েছে সাদামাঠা রেস্তোরগুলোয়।