ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

পুঁজিবাজারের সব খবর

শেয়ার কারসাজি মামলায় ৩ জনের কারাদণ্ড

প্রকাশিত : ১০:৪৪ পিএম, ২৪ জুন ২০১৮ রবিবার

মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের শেয়ার কারসাজির মামলায় তিন আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে পুঁজিবাজার সংক্রান্ত মামলা দ্রুত নিস্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইব্যুনাল। রোববার ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ এই রায় দেন। অভিযুক্ত কোম্পানি এবং এর দণ্ডপ্রাপ্ত চেয়ারম্যান ইমাম মুলকুতুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল হাই ও পরিচালক সালমা আক্তারকে ২ কোটি টাকা জরিমানাও করেছে ট্রাইব্যুনাল। অনাদায়ে আসামিদেরকে আরও ৬ মাসের কারাণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ইমাম মুলকুতুর রহমান মারা গেছেন। তবে তার মৃত্যুর বিষয়টি ট্রাইব্যুনাল দাপ্তরিকভাবে অবগত ছিল না। অন্য আসামিরা পলাতক।

১৯৯৯ সালে শেয়ার কারসাজির অভিযোগে ২০০০ সালে মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডসহ ৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে আসামি করে এই মামলা করা হয়।

সূচক ও লেনদেন বেড়েছে উভয় স্টক এক্সচেঞ্জে
সূচক বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। রোববার ডিএসইতে লেনদেন হওয়া ৩৪০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৯৩টির, কমেছে ১০০টির, আর ৪৭টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮০ পয়েন্ট বেড়ে উঠে আসে পাঁচ হাজার ৫২২ পয়েন্টে। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৭১১ কোটি ৫৪ লাখ টাকা। সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ৮০টির, আর ৩২টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৫৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

বার্ষিক সাধারণ সভা বা এজিএম
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, ইসলামী ব্যাংক, ঢাকা ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হবে ২৫ জুন।

শেয়ারের দরবৃদ্ধি নিয়ে প্রশ্ন
শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির পেছনে অপ্রকাশিত মূল্যসংবেদনশীল কোনো তথ্য নেই বলে জানিয়েছে মুন্নু সিরামিক ও এটলাস বাংলাদেশ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের জিজ্ঞাসার প্রেক্ষিতে কোম্পানিগুলো এই জবাব দেয়।

এমজেএল বাংলাদেশ
চট্টগ্রামের দক্ষিণ পতেঙ্গায় ১৭ কোটি টাকা ব্যয়ে ১ দশমিক ৪৭ একর জমি কিনবে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এমজেএল বাংলাদেশ লিমিটেড।

এসএইচ/