নির্বাচন ঘিরে গাজীপুরে উৎসবের আমেজ (ভিডিও)
প্রকাশিত : ১১:০২ এএম, ২৫ জুন ২০১৮ সোমবার | আপডেট: ০১:১২ পিএম, ২৫ জুন ২০১৮ সোমবার
কাল গাজীপুর সিটির ভোট। কিছুক্ষণ পর শুরু হবে নির্বাচনি সরঞ্জাম বিতরণ। ভোটের নিরাপত্তায় মোতায়েন থাকবে পুলিশ-র্যাব-আনসারের ১৫ হাজার সদস্য। টহল দেবে ২৯ প্লাটুন বিজিবি। পাশাপাশি দায়িত্ব পালন করবেন ৬৩ জন ম্যাজিস্ট্রেট।
সিটি নির্বাচন ঘিরে গাজীপুরে উৎসবের আমেজ। মঙ্গলবারের ভোটের জন্য সাবির্ক আয়োজন চূড়ান্ত করেছে প্রশাসন।
ভোটের সরঞ্জাম নিতে এরই মধ্যে জড়ো হয়েছেন বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা। সকাল ১০টার পর এসব বিতরণ হবে রিটানিং অফিসারের কার্যালয়, ডুয়েট ক্যাম্পাস, উন্মক্ত বিশ্ববিদ্যালয়, কোনাবাড়ি ডিগ্রী কলেজ ও টঙ্গী কলেজে। পাঠানো হবে ৪২৫ কেন্দ্রে।
গাজীপুর সিটিতে মেয়র পদে ৭ জন, ৫৭ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৫৪ জন এবং ১৯ টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে লড়ছেন ৮৪ প্রার্থী। আর ভোটারের সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার।
গাজীপুরের নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে মাঠে রয়েছে ২৯ প্লাটুন বিজিবি।